×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৪৪৬৫৩৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে
লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে। রাতে ঢাকায় এসে জাতীয় দলের সাথে যোগ দিবেন। যতক্ষন বাড়িতে ছিলেন ততক্ষন গ্রামবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন হামজা। সুপারস্টারকে কাছে পেয়ে উচ্ছসিত গ্রামের সহজ-সরল মানুষ।

তাদের দাবী এতোদিন আমরা মেসি, নেইমারকে নিয়ে উৎসব করেছি। কিন্তু নিজের বাড়ির ছেলেক কাছ থেকে দেখতে পেয়ে আবার কেউ সেলফি তুলে মহা আনন্দ উদযাপন করছেন।

লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে সোমবার বেলা ১২টায় সিলেটে আসেন লন্ডন থেকে। এরপর ছাদখোলা মাইক্রোবাসে করে তাকে বেলা সাড়ে ৩টায় নিয়ে আসা হয় গ্রামের বাড়ি জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। সেখানে পথে পথে তাকে বিপুল সংখ্যক মানুষ স্বাগত জানায়।

বিকেলে বাড়িতে আসার পর থেকেই সাধারণ লোকজন তাকে আপন করে নিয়েছে। সকলের সাথেই কুশল বিনিময় ও ভালবাসায় সিক্ত হয়েছেন তারকা এই ফুটবলার।

স্থানীয় বাসিন্দা আজিজ সিদ্দিকী জানান, হামজা আমাদের গ্রামের সন্তান। তাকে পাঁচ তারকা হোটেলে রাখতে চেয়েছিল বাফুফে। কিন্তু হামজার ইচ্ছার কারণে সে গ্রামে অবস্থান করছেন। আশা করি আমাদের গ্রামের সন্তান দেশের ফুটবলকে গর্বিত করবে।

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এডভোকেট এনামুল হক সেলিম জানান, হামজা আমাদের সন্তান। সে এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, নি:সন্দেহে বিষয়টি সম্মানের। আশা করি হামজার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল অনেকদুর এগিয়ে যাবে।

হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে এসেছে। হামজার আশা তার সন্তানরাও বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খেলবে। ছোট বেলা থেকেই দেশের প্রতি মায়া ছিল হামজার। আগামী ২৫ মার্চ দেশের হয়ে অভিষেক ম্যাচে দেশকে সে জয় উপহার দিবে বলে আমি আশাবাদী।

হামজার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল পুরো গ্রাম। দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সাজানো হয়েছে রঙ্গিন গেট ও তোরন।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat