×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ২৩২৪৫৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে এক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে বলে শুক্রবার একজন ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন।

রিয়াদ থেকে এএফপি এই খবর জানায়।

মঙ্গলবারের পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এর ফলে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।

নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এদিকে জাতিসংঘ উভয় পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে।’

ঐ কর্মকর্তা বলেছেন, ‘দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক।’

শুক্রবার তার কার্যালয় জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তার ভারতীয় ও পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রীর সাথে পৃথকভাবে ফোনে কথা বলেছেন।’

এতে আরো বলা হয়েছে, আলোচনার সময় তিনি ‘পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা পর্যালোচনা করেছেন।’ 

১৯৪৭ সালে স্বাধীনতার সময় কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত ছিল। উভয় দেশই সমগ্র ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব দাবি করে।

মঙ্গলবারের হামলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে সরকারি সফরে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বাধ্য হন।

সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করার চেষ্টা করছে।

ফেব্রুয়ারিতে এটি মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে আলোচনার আয়োজন করে যার লক্ষ্য ছিল সম্পর্ক পুনরুজ্জীবিত করা। 

রিয়াদ সুদানের যুদ্ধ এবং লেবানন ও সিরিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিয়েও আলোচনার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat