×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৬৫৫৪৬৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পুরো ভারত। যে যেখান থেকে পারছে, জানাচ্ছে প্রতিবাদ। এই ঘটনায় নতুন করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটছে, যার আঁচ পড়েছে বলিউডেও।
এমন পরিস্থিততে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে গায়িকার বিরুদ্ধে। অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি এই গায়িকার বিরুদ্ধে লখনৌয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন।
ওই ব্যক্তির দাবি, সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেহা সিং রাঠোর একটি আপত্তিকর পোস্ট করেছেন। ওই পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে।
প্রতাপ সিং বলেন, ‌‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে। তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০ জন। ২৫ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নেহা। সেই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আওয়াজ তুলে নেহা মন্তব্য করেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন এমন ব্যক্তি তার নিজের দেশে সন্ত্রাসী হামলা এড়াতে পারেন না। প্রধানমন্ত্রীর সমর্থকদেরও বিষয়টি নিয়ে রাজনীতি না করার পরামর্শ দেন তিনি।
তবে বিতর্ক আরও বাড়ে যখন নেহার পোস্ট করা ভিডিওটি পাকিস্তানের কয়েকজন সাংবাদিক এক্স হ্যান্ডেলে পুনরায় পোস্ট করেন। এরপর মামলা দায়ের করা হয় নেহার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat