×
ব্রেকিং নিউজ :
বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন উদার অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কার বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ ৩ মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৫৬৫৭৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছে কৃতি শ্যানন। যদিও শুরুতে তার পথচলা এত সহজ ছিল না। একসময় তাকে একটি চরিত্রের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণটা ছিল—তার ‘অতিরিক্ত সুন্দর চেহারা’!
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, তার সাফল্যের পেছনে আছে লুকিয়ে থাকা হতাশা ও প্রত্যাখ্যানের গল্প। 
অভিনেত্রীর ভাষায়, ‘সংগ্রামের সময় অনেক দিন ছিল, যখন আমি হতাশ হতাম, কাঁদতাম। কেউ কেউ বলত—‘তুমি বেশি সুন্দর।’ পর্দায় বাস্তব দেখাতে হলে তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকা দরকার।’
কৃতি আরও বলেন, ‘এই কথাগুলো শুনে মন খারাপ হতো, কিন্তু কিছু মানুষ ছিলেন যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। সেই বিশ্বাসই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’

দিল্লিতে জন্ম কৃতির। তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু মনের ভেতর ছিল বড় কিছু করার স্বপ্ন। 
অবশেষে ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার, টাইগার শ্রফের বিপরীতে। এতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’—প্রতিটি ছবিতেই কৃতি প্রমাণ করেছেন তিনি কেবল বাণিজ্যিক অভিনেত্রী নন, বরং চরিত্রে নতুন রং আনতে জানেন। প্রতিটি ভূমিকায় নতুন আবেগ, নতুন মেজাজ—তাঁকে আজকের বলিউডে অন্যতম বহুমুখী নায়িকায় পরিণত করেছে।

২০২১ সালে মুক্তি পায় কৃতির ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ‘মিমি’। এতে একজন সারোগেট মায়ের চরিত্রে তার অভিনয় ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। সেই ভূমিকাতেই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছে।
২০১৫ সালে শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবিতে দেখা যায় কৃতি শ্যাননকে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা), যার বড় অংশ আসে বিজ্ঞাপনী চুক্তি থেকে।

আগামী দিনে কৃতিকে দেখা যাবে ধানুশের বিপরীতে ‘তেরে ইশ্‌ক মে’ ছবিতে। একসময় ‘বেশি সুন্দর’ বলে ফিরিয়ে দেওয়া অভিনেত্রী আজ নিজের প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছেন—সৌন্দর্য নয়, আসল সাফল্য লুকিয়ে থাকে আত্মবিশ্বাসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat