×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৪৩৪৩৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য বিনষ্ট হলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে।
 
তিনি বলেন, সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে পুরাতন রাষ্ট্রব্যবস্থা ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ বাস্তবায়নের সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে উঠেছে।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহের জেএসডি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কারই গণঅভ্যুত্থানের অঙ্গীকার, যা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করবে। ক্ষমতা-কাঠামোর পরিবর্তন বা সংস্কার বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 

তিনি বলেন, বড় ধরনের সংস্কার ছাড়া রাষ্ট্র বা সমাজ পরিবর্তনের সংগ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের অভিপ্রায় অনুযায়ী ‘সংস্কার’-এর গুরুত্ব অপরিসীম। স্বৈরাচার বা ফ্যাসিবাদ মোকাবেলায় সংস্কার প্রশ্নে ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সনদ’ প্রণয়নের তাৎপর্য সুদূরপ্রসারী।

জেএসডি’র চট্টগ্রাম মহানগর আহবায়ক মোহাম্মদ মুজতবা কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জবিউল হোসেন, মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সারোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ্ নওয়াজ, চট্টগ্রাম জেএসডি নেতা ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, মোহাম্মদ ইয়াকুব, অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী, আবু তাহের, মোহাম্মদ সানাউল্লাহ,  মাহবুবুর রহমান, আবদুল মালেক গাজী, আবদুল বাতেন বিপ্লব প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat