×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ২১৩৪৩৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাক-সবজিসহ উৎপাদিত নিরাপদ কৃষিপণ্য ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর শহরে উদ্বোধন করা হয়েছে ‘কৃষি বাজার লিমিটেড’ মোবাইল অ্যাপ। 

‘কৃষি বাজার’ মোবাইল অ্যাপটি কৃষকদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ডিজিটাল বাজার হিসেবে কাজ করবে। অ্যাপটির মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবেন এবং দেশের যেকোনো প্রান্ত থেকে ভোক্তারা তা কিনতে পারবেন।

রোববার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র ‘নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস)’ প্রকল্পের সহায়তায় কৃষিবাজার লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব দেন ‘নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস)’ প্রকল্পের ব্যবস্থাপক মোশফেকুল আলম তালুকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আখতারুজ্জামান শুভ এবং কৃষি বাজার লিমিটেড’র চেয়ারম্যান গাওসুল আজম টুটুল।

এ ছাড়াও নিরাপদ কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ ও অরুণ কুমার রায় বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাজার অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোক্তারা নিরাপদ সবজি কিনতে পারবেন। পাশাপাশি শহরের ৩৩টি ওয়ার্ডে এনজিওগুলোর উদ্যোগে ২৪টি রিকশাভ্যানে করে নিরাপদ সবজি বিক্রি চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যস্ত জীবনে আমরা সবাই নিরাপদ খাদ্য চাই। কৃষি বাজার লিমিটেড’র চুক্তিভিত্তিক কৃষকরা নিরাপদ সবজি উৎপাদন করে অ্যাপ ও ভ্যানের মাধ্যমে তা ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যা নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘চাষিরাও তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। জেলায় এই মডেল ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে কাজ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।’

কৃষি বাজার লিমিটেড চেয়ারম্যান গাওসুল আজম টুটুল বলেন, ‘আমাদের ৫০ জন চুক্তিভিত্তিক কৃষক নেতা আছেন, যারা নিরাপদ সবজি উৎপাদন, কৃষকদের প্রশিক্ষণ ও মোবাইল ভ্যানের মাধ্যমে বিপণনের কাজ করছেন।’

তিনি আরও জানান, ভবিষ্যতে অ্যাপ ব্যবহারকারীরা ক্রয়কৃত সবজিতে কতটুকু সার ব্যবহার হয়েছে ও কীভাবে তা উৎপাদিত হয়েছে, সেই তথ্যও জানতে পারবেন।

অনুষ্ঠান শেষে  দেওয়া প্রতিক্রিয়ায় ভোক্তা আব্দুর রহমান, আব্দুল হাই, লুবনা আহমেদ, আকলিমা খাতুন, ফেরদৌসী আরা মাহমুদা ও মনসুর আহমেদ এই উদ্যোগকে স্বাগত জানান এবং সুলভ মূল্যে নিরাপদ সবজি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat