এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বর্তমানে জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণজয় ও নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই নারী ভারত্তোলক। এই রেকর্ড গড়ে তিনি সেরা নারী ভারত্তোলকের পুরস্কারও পেয়েছেন।
৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেন মাবিয়া। এ দিন ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দু’টো মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারত্তোলনে নতুন রেকর্ড।
এমন রেকর্ড গড়ে বেশ খুশি এই নারী ভারত্তোলক। এমন রেকর্ড আরও করতে চান তিনি। মাবিয়া বলেন, ‘যারা বলে আমি ফুরিয়ে গেছি, তাদের দেখিয়ে দিলাম। আমি আরও এগোতে চাই। এমন রেকর্ড গড়তে চাই, যেন মানুষ আমাকে অনেক দিন মনে রাখে।’
এই বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করেছেন মাবিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স থাকে পড়তির দিকে। তবে সেটা ভুল প্রমাণিত করেছেন মাবিয়া। তিনি বলেন, ‘আমার স্বামীও একজন ভারত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড অব্যাহত।’