×
ব্রেকিং নিউজ :
বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন উদার অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কার বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ ৩ মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ২৩৪৩২৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো। 

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ভিনিকে বিশ্রাম দেয়া হয়েছিল। অন্যদিকে এবারের মৌসুমে মাদ্রিদের হয়ে ফর্মহীনতায় ভোগা রডরিগো দল থেকে বাদ পড়েছিলেন। 

স্কোয়াড ঘোষনা করতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘রডরিগো ফিরে এসেছে। বেশ কিছু ম্যাচে সে অনুপস্থিত থাকলেও যখনই তাকে দলে নেয়া হয় সে নিজেকে প্রমানের চেষ্টা করে।’

২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছে নেইমার। থাইয়ের ইনজুরির কারনে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার। 

এর আগে গত সপ্তাহে সান্তোস ফরোয়ার্ড নেইমারকে আগামী বছরের বিশ্বকাপ দলে নেবার জন্য আনচেলত্তিকে অনুরোধ জানিয়েছে সেলেসাও সাবেক তারকা রোনাল্ডো। 

রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক এডার মিলিটাও দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। স্ট্রাইকার ইগর জেসুসকে দলে নিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন আনচেলত্তি। বোটফোগো থেকে নটিংহ্যাম ফরেস্টে নাম লিখিয়ে এ পর্যন্ত দুই ম্যাচে মূল একাদশে নেমে চার গোল করেছেন ইগর। 

বেশ কিছু ম্যাচে হতাশাজনক পারফরমেন্স করেও বিশ্বকাপের বাছাইপর্ব সহজেই পার করেছে ব্রাজিল। 

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের চারদিন পর টোকিতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক : এডারসন, বেনটো, হুগো সুজা ডিফেন্ডার : কার্লোস অগাস্টো, এডার মিলিটাও, কেইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালেস, বেরালডো, ওয়েসলি মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, জোয়েলিনটন, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইস হেনরিক, মাথিয়াস কুনহা, রিচার্লিসন, রডরিগো, ভিনিসিয়াস জুনিয়র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat