×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩৪৩৬৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলকে ছাড় দিতে লেবাননের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার বিনিময়ে কোন প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দিচ্ছে না। হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম মঙ্গলবার এসব অভিযোগ করেন। 

বৈরুত  থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদান বা গ্যারান্টি ছাড়াই যুক্তরাষ্ট্র সরকার তাদের দেশকে ছাড় দিতে বাধ্য করছে। কারণ, তারা ইসরাইলকে অবাধ ক্ষমতা দিতে চায়।

হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানারে দেওয়া এক ভাষণে কাসেম আরও বলেন, সরকারের কাজ আমেরিকার নির্দেশে চলা বা তাদের শর্ত বাস্তবায়ন করা নয়।

ওয়াশিংটন হিজবুল্লাহর অর্থায়নের উৎস বন্ধ করার পাশাপাশি লেবানন সরকারকে দলটির অস্ত্র জমা দেওয়ার জন্যও চাপ দিচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরাইলের হামলা এখনও চলছে। ওই যুদ্ধে হিজবুল্লাহ অনেকটাই দুর্বল হয়ে পড়ে।

রোববার ও সোমবার লেবাননের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন অর্থ বিভাগের একটি প্রতিনিধিদল হিজবুল্লাহর ইরানি অর্থায়ন বন্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায়।

মার্কিন প্রশাসন হিজবুল্লাহর প্রতি ইরানের অর্থ সহায়তা বন্ধে ‘খুব গুরুত্বের সঙ্গে’ কাজ করছে বলে সোমবার সাংবাদিকদের জানান সন্ত্রাসবিরোধী বিভাগের উপ পরিচালক জন হার্লে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে ইরান হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, হিজবুল্লাহর অর্থের উৎস বন্ধে সক্রিয় পদক্ষেপ নিতে লেবানন সরকারকে ‘স্পষ্ট ও কড়া বার্তা’ দিয়েছে মার্কিন প্রতিনিধিদল।

গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন এবং সংগঠনের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে যায়।

ফলে, লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবুও দলটি তাদের অস্ত্র হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।

কাসেম আরও বলেন, ‘আমরা আমাদের অস্ত্র কখনও ছাড়ব না। এই অস্ত্রই আমাদের শক্তি ও দৃঢ়তার প্রতীক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat