×
ব্রেকিং নিউজ :
গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করলেন বিএনপি নেতারা ছায়ানট ভবনে হামলা, সিসিটিভি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে : সংস্কৃতি উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ‘বেশ স্থিতিশীল’: ব্যক্তিগত চিকিৎসক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ ভূমি উপদেষ্টার সাংবাদিকদের পাশে থাকবে সরকার: ন্যায়বিচারের আশ্বাস
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৪৫৬৫৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালাতে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও সমুদ্রে চালানো হামলার মাধ্যমে তিনি ইতোমধ্যেই তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করছেন বলে সমালোচনা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লাতিন আমেরিকার দেশটিতে স্থলভাগে মাদকচক্রের বিরুদ্ধে হামলার জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনুমোদন চাইবেন কি-না, এমন এক প্রশ্নের জবাব মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে তার কোনো সমস্যা বা আপত্তি নেই।

তবে তিনি এও বলেন যে  রাজনীতিকরা ‘চালুনির মতো তথ্য ফাঁস করে থাকেন’, তাই এ নিয়ে তার যথেষ্ট উদ্বেগ রয়েছে।

তিনি ওভাল অফিসে বলেন, ‘আমি তাদেরকে এ কথা জানাতে আপত্তি করব না। কিন্তু  আপনারা জানেন তো, এটা বড় কোনো বিষয় নয়। আমাকে তাদের জানাতেই হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই।’

যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী নৌযানগুলোকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে, আর এ সব হামলায় অন্তত ৯৯ জন নিহত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযানের বৈধতা নিয়েও ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, মাদক পাচার বন্ধের অজুহাতে যুক্তরাষ্ট্র আসলে তার সরকারের পতন ঘটাতে চাইছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। আর এই বিষয়টি শুধু ডেমোক্র্যাট বিরোধীরাই নয়, প্রেসিডেন্টের নিজ দলের কিছু আইনপ্রণেতাও তুলে ধরেছেন। 

যদিও অধিকাংশ রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক বিতর্কে ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস বলেন, ‘এই নৌযানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক আইনের আওতায় প্রয়োজনীয় কর্তৃত্ব প্রমাণ করতে প্রেসিডেন্ট ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে এ সব নৌযান যুক্তরাষ্ট্রের দিকেই আসছিল না এবং হাজার হাজার মাইল দূরে অবস্থান করছিল। তাদেরকে এমন আসন্ন হুমকি বলা যায় না, যা মার্কিন জনগণের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যৌক্তিকতাকে তুলে ধরে।

বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সীমিত পরিসরে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন, তবে তা কেবল সাময়িক সময়ের জন্য এবং প্রতিরক্ষামূলক বা সীমিত অভিযান হিসেবে উপস্থাপন করা হলে।

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর কংগ্রেস আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ পরিচালনার জন্য সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছিল, যা পরে অন্যান্য দেশে সন্ত্রাসবিরোধী অভিযানেও উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat