বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিং করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর থেকে আজ ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ধরে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় গত এক মাসের তুলনায় তার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল।
তিনি বলেন, যে অবস্থায় বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
ডা. জাহিদ আরও বলেন, ‘আজও (শুক্রবার) তার একটি ছোট প্রসিজিউর (অস্ত্রোপচার) করা হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন এবং প্রসিজিউরটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি একটি আইসিইউ কেবিনে চিকিৎসাধীন আছেন।’
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যগণ এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে, তিনি যেন মেডিকেল বোর্ডের চিকিৎসা এভাবেই নিতে পারেন এবং বর্তমান অবস্থা থেকে তিনি যেন সুস্থতার দিকে যেতে পারেন সেজন্য সবার দোয়া চান তারা।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ভর্তি হওয়ার তিন দিন পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।