×
ব্রেকিং নিউজ :
বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন উদার অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কার বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ ৩ মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৬৫৭৬৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘গ্লোবালাইজেশন ক্লাইমেট চেঞ্জ এন্ড বাংলাদেশ ফরেন পলিসি’ শীর্ষক হিট প্রজেক্টের সমাপনী সেমিনার আজ বিভাগের সৈয়দ ইমতিয়াজ আহমেদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন একসিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হীট) প্রজেক্ট -এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

হিট প্রজেক্টের এসপিএম অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

হিট প্রজেক্টের এএসপিএম অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আতিক রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব অধ্যাপক ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাইফুল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ( এনএসিকম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এস. এম মঞ্জুরুল হান্নান খান, বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান, সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (শেড)-এর পরিচালক ফিলিপ গেইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস)-এর সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক সুফিয়া খানম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান, সহকারী অধ্যাপক ড. সায়মা আহমেদ এবং হিট প্রজেক্টের ডিরেক্টর অধ্যাপক ড. আসাদুজ্জামান আলোচনায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গবেষকদের পরিবেশ ও জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।

টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat