×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজার বেশে ফিরলেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক:

ভারত ওয়ানডে দলে তিনি সুযোগ পেলেন তিন বছর পর। আর রাজার বেশেই ফিরলেন যুবরাজ সিং। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ঢাউস ইনিংস খেলেন ভারতের বাঁ-হাতি এ স্টাইলিশ ব্যাটসম্যান। আর ইনিংস শেষে একগাদা রেকর্ডে নাম ওঠে ভারতের। যুবরাজ সিং ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন দীর্ঘ ৬ বছর পর। কটকে গতকাল ভারতের ইনিংসের শুরুটা ছিল ভিন্ন। ইনিংসের শুরুতে ভারতের এমন ব্যাটিং ধসের ঘটনা  দেখা যায়নি গত ৬ বছরে।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুর পাঁচ ওভারে তিন উইকেট খোয়ায় ভারত। তবে ধাক্কা ভালো মতোই সামাল দেন যুবরাজ সিং ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চার নম্বরে ব্যাট হাতে যুবরাজ সিং হাঁকান ‘বিগ সেঞ্চুরি’। ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন এমএস ধোনিও।

সর্বশেষ ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় এশিয়া কাপে ইনিংসের শুরুর পাঁচ ওভারে তিন উইকেট খোয়াতে দেখা যায় ভারতকে। আর নিজ মাটিতে ভারতের এমন ভোগান্তির ঘটনা দেখা গিয়েছিল সর্বশেষ ১০ বছর আগে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ভোগান্তিতে দেখা যায় ভারতকে।

গতকাল কটকে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। আর ৪.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫/৩-এ। তবে চতুর্থ উইকেটে ২৫৬ রানের জুটি গড়েন যুবরাজ-মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এমন শীর্ষ রেকর্ডটিও কটক মাঠের। গতকাল ১২৭ বলে ১৫০ রানের ইনিংসে যুবরাজ হাঁকান ২১টি বাউন্ডারি ৩টি ছক্কা। ১০ বাউন্ডারি আধাডজন ছক্কায় ১২২ বলে ১৩৪ রান করেন ধোনি।

এতে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ পৌঁছে ৩৮১/৬-এ। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তালিকার শীর্ষে ২০১৫ সালে ওভাল মাঠে নিউজিল্যান্ডের ৩৯৮/৫ সংগ্রহটি। ২০০৮ সালে রাজকোট মাঠে ভারতের সংগ্রহ ছিল ৩৮৭/৫। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৫০ রানের কৃতিত্ব দেখানো মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান যুবরাজ সিং। এমন শীর্ষ রেকর্ডে ১৯৮৪ সালে ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে ১৮৯* রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। ২৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে যুবরাজের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৯ রানের। ২০০৩-০৪ সফরে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ইনিংস খেলেন যুবরাজ। আর ওয়ানডেতে যুবরাজ সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চলতি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫০ রান তাড়া করে জয় কুড়ায় ভারত। ক্যারিয়ারে যুবরাজের এটি ১৪তম সেঞ্চুরি। ২৮৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দশম সেঞ্চুরির কুড়ালেন এমএস ধোনি। আর ওয়ানডেতে ধোনি সেঞ্চুরির দেখা পেলেন  ৫৪ ম্যাচ পর।

চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ জুটি      রান     প্রতিপক্ষ     ভেন্যু     সাল মো. আজহারউদ্দিন-অজয় জাদেজা (ভারত)     ২৭৫*     জিম্বাবুয়ে     কটক     ১৯৯৮ এমএস ধোনি-যুবরাজ সিং (ভারত)     ২৫৬     ইংল্যান্ড     কটক     ২০১৭ রিকি পন্টিং-অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া)     ২৩৭     শ্রীলঙ্কা     সিডনি     ২০০৬ ডেরিল কালিনান-জন্টি রোডস (দ. আফ্রিকা)     ২৩২     পাকিস্তান     নাইরোবি     ১৯৯৬ কেভিন ও’ব্রায়ান-পোর্টারফিল্ড (আয়ারল্যান্ড)     ২২৭    কেনিয়া     নাইরোবি     ২০০৭

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat