×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চারুকলার বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব
বিনোদন ডেস্ক: – সকাল ৭টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব। ১৪২৩ সালের ফাল্গুনকে বরণ করে নেওয়ার জন্য বাঙালির অপেক্ষা। ফাগুনে প্রকৃতি নবরূপে সাজলেও শীতের ঠান্ডা আমেজ তখনো রয়ে গেছে। ধীরে ধীরে বকুলতলায় শুরু হয়েছে দর্শকদের আনাগোনা। মঞ্চের পেছনে অপেক্ষা করছেন শিল্পীরা, বসন্তকে নাচেগানে বরণ করে নেওয়ার জন্য।সকাল প্রায় সাড়ে ৭টায় উচ্চাঙ্গসংগীত শিল্পী ড. অসিত রায়ের বাসন্তি বাহার রাগ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় চারুকলার বসন্তবরণ উৎসব। একটা স্নিগ্ধ আমেজ ছিল পরিবেশনায়। এরপর মঞ্চে পরিবেশন হয় সাঁওতাল নৃত্য। সাঁওতাল নৃত্যের মধ্য দিয়ে মেতে ওঠে অনুষ্ঠান। একে একে গান, নাচ আর আবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। মোর বীণা ওঠে কোন সুরে বাজি এবং বসন্তে ফুল গাঁথল- এই দুটো রবীন্দ্রসংগীত পরিবেশ করেন সুরতীর্থের শিল্পীরা। শিল্পী ফাহিম হোসেন পরিবেশন করেন ‘ওলি বার বার ফিরে যায়’।সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ছিল ‘আয়রে বসন্ত’ গানটি। বসন্ত এসে গেছে গানটির মধ্য দিয়ে নৃত্যম নৃত্যগোষ্ঠীর পরিবেশনায় হয় দলীয় নৃত্য। মঞ্চে যখন অনুষ্ঠান চলছে, তখন মনে হচ্ছিল আসলেই বসন্ত এসে গেছে। ‘ধীরে ধীরে ধীরে বও’ গানের সঙ্গে নাচ পরিবেশ করে নৃত্যনন্দন শিল্পীগোষ্ঠী। ‘বসন্ত বাতাসে সইগো’ গানটি গেয়ে একক সংগীত পরিবেশ করেন শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস।এরই মধ্যে বাড়তে শুরু করে দর্শকদের ভিড়। বর্ণিল হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণ। শেষে ছিল অন্তর দেওয়ান ও তাঁর দলের নৃত্য পরিবেশনা। এরপর ছোট একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়  চারুকলার সকালের বসন্তবরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat