
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
পরিচ্ছন্ন দিনাজপুর গড়–ন, সুস্থ থাকুন-সুস্থ রাখুন” শ্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার দিনাজপুর পৌর এলাকার ১৮টি পয়েন্টে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
দিনাজপুর সদর উপজেলা ও দিনাজপুর পৌরসভার যৌথ উদ্যোগে স্থানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পরিকল্পনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর এলাকার ১৮টি পয়েন্ট থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী কর্মী “পরিচ্ছন্ন দিনাজপুর গড়–ন, সুস্থ থাকুন-সুস্থ রাখুন” শ্লোগানকে ধারণ করে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হুইপ ইকবাল সকাল ১০টায় সদর হাসপাতাল মোড়ে রাস্তায় ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন করেন। পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সিভিল সার্জন ডাঃ মোঃ সাদেক মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, সদরের ইউএনও মোঃ আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম ও খালেকুজ্জামান রাজুসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীরা অংশ নেন। পৌরসভার ১২টি ওয়ার্ডে সংশ্লিষ্ট কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোভার স্কাউট, স্কাউট, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী এবং এলাকাবাসী।
দিনাজপুর হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ও বিজ্ঞান অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ কৃষি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতাউর রহমান। উক্ত ৪ অনুষদের অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিকাল ৩ টায় বিশ্বদ্যিালয়ের অডিটোরিয়াম-১ এ ইঞ্জিনিয়ারিং অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।সকাল ১০ টায় ভেটেরিনারি অ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক। বিকাল ৩ টায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন অডিটোরিয়াম-২ এ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি স্বচ্ছ ও তীব্র প্রতিযোগিতা মূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো; আমি তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাথে সাথে অন্যান্য দেশ যেমন ভারত, নেপাল, ভুটান, সোমালিয়া, জিবুতি, নাইজেরিয়া থেকে আগত শিক্ষার্থীদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা। উচ্চ শিক্ষা গ্রহনের পাশাপাশি তোমাদের সমাজ ও দেশ গড়ার কাছে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ দায়িত্বের কথা মনে রেখে তোমাদের নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
দিনাজপুরে পুলিশী অভিযানে ১৪ মাদক বিক্রেতাসহ ৪৪ জন গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরে পুলিশী অভিযানে ১৪ জন মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছ। এসময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় অভিযান চালিয়ে ১৪ জন মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৩০ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা, ১০০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৯০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত ৪৪জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।