উচ্চ আদালতের বিচারক নিয়োগ নীতিমালা বিষয়ক রিট পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি

কোর্ট রিপোর্টার :-
উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা করার প্রশ্নে জারিকৃত রুল পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলেই সেখানে এই পর্যবেক্ষণ পাওয়া যাবে।
বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, রিট আবেদনকে হাইকোর্ট পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করেছে। রায় পেলেই বিস্তারিত জানা যাবে।
বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ওই বছরের ৬ জুন হাইকোর্ট বিচারক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করার প্রশ্নে রুল জারি করে। ওই রুলের উপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২৮ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। আজ এ বিষয়ে পর্যবেক্ষণসহ রায় প্রদান করা হল।