
নিজস্ব প্রতিনিধি: –
রাজধানীতে জাল নোট চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া ১২ পাউন্ড সাপের বিষসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিবি পুলিশের পাঠানোর খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।ডিবি জানায়, এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল জাল নোট উদ্ধারসহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।