×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৮
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত নির্বাচনে না আসার মত ভুল এবার বিএনপি করবে না : তোফায়েল আহমেদ
 বিশেষ প্রতিনিধি: গত নির্বাচনে না আসার মত ভুল এবার বিএনপি করবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি’র প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন এই সরকারের আমলেই হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। গত নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এইবার সে ভুল তারা করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ আদর্শিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচন এলে সকল রাজনৈতিক দলই কৌশল অবলম্বন করে। সে লক্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।তিনি আরো বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক পুরনো। তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এজন্য তাদের অভিনন্দন জানাই। ডিআরইউ যে সক্ষমতার চেয়েও বড় উদ্যোগ নিয়েছে এজন্য ডিআরইউকেও অভিনন্দন জানাই। এসময় তিনি ডিআরইউ’র বৃত্তি ফান্ডে আর্থিক অনুদানের আশ্বাস দেন। সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাংবাদিক ফয়েজ আহমেদ, আবদুল গাফফার চৌধুরী, এনায়েত উল্লাহ খান প্রমুখের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক মতবিরোধ ছিলো কিন্তু সম্পর্কের ঘাটতি ছিলো না। আজকাল সে পরিবেশটা ক্রমশ হ্রাস পাচ্ছে।আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী।আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসীর। এছাড়া অনুভূতি প্রকাশ করেন প্রয়াত সদস্য আরিফ রহমানের স্ত্রী অহনা আক্তার ও ওবায়দুল গণি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা।এ বছর ডিআরইউ ১৭ প্রয়াত সদস্যের সন্তানকে বৃত্তি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat