×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৪-৩০
  • ৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ ভিক্ষাদাতা দেশে পরিণত করতে চায়:খন্দকার মোশাররফ
জামালপুর প্রতিনিধি:-  আগামী নির্বাচনে জামালপুরের ৫টি আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি দেশকে ভিক্ষুকের দেশ বানাতে চায়, আর আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ ভিক্ষাদাতা দেশে পরিণত করতে চায়। রবিবার বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের বিদেশী সংস্থাগুলো এখন বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করে। মন্ত্রী বলেন, যারা গণবিরোধী কাজ করে তাদের ভোট দিবেন না, যারা উন্নয়নের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে তাদের ভোট দিবেন। মন্ত্রী বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, আর ২০৪১ সালের মধ্যে পরিণত হবে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে।তিনি বলেন, শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। ৯৬ সালে ক্ষমতায় এসে ৯৮ সালেই তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কিন্ত বিএনপির এটা ভালো লাগেনি। কারণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে কেউ আর তাদের ভিক্ষা দিবে না। বিএনপি চায় দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করতে।পিছিয়ে থাকা জামালপুরের উন্নয়নে সবকিছু করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত নেতা মির্জা আজম এমপি জামালপুরের উন্নয়নে, জামালপুরবাসীর ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। যেখানে যেটুটু সুযোগ আছে তিনি কাজে লাগাচ্ছেন। জামালপুরের উন্নয়নের জন্য মির্জা আজম প্রধানমন্ত্রীর নিকট সব সময় ধর্ণা দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীও জামালপুরকে নিজের জেলা মনে করে মির্জা আজম যা চান তাই দেন। অত্যন্ত পরিশ্রমী নেতা মির্জা আজমকে প্রধানমন্ত্রীও ফেরান না, আমরাও ফেরাতে পারি না।তিনি মেলান্দহের উন্নয়নের জন্য আগামী দুই বছরে ২৭০ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। আগামী নির্বাচনে জামালপুরবাসী নৌকার পক্ষে ভোট দিয়ে ৫টি আসন শেখ হাসিনাকে উপহার দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর প্রতি কৃতজ্ঞাতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। আমার জীবনের একটাই লক্ষ্য দেশের অন্যতম পিছিয়ে পড়া জেলা জামালপুর জেলাকে উন্নত জেলায় পরিণত করা। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট মুহম্ম্দ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ। এর আগে তিনি হাজরাবাড়ি পৌরসভা, জামালপুর কালচারাল ভিলেজ, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat