×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ দিন ব্যাপী “স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস ট্রেনিং প্রোগ্রাম” শুরু
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ডিজিটাল ল্যাবরেটরিতে বিদেশী শিক্ষার্থীদের জন্য ১০ দিন ব্যাপী “স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস ট্রেনিং প্রোগ্রাম” শুরু করা হয়েছে। দিনাজপুর হাবিপ্রবির গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টায় দিনাজপুর হাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের ডিজিটাল লাইব্রেরীতে বিদেশী শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উদ্ভোধনী বক্ততায় ভাইস-চ্যান্সেলর বলেন, বিদেশী শিক্ষার্থীদের গবেষনা ও পাঠদানের সুবিধার্থে ট্রেনিংটি গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে এবং এর মাধ্যমে গবেষনার মান বৃদ্ধি পাবে। এখান থেকে শিক্ষা ও প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের আগামীতে কর্মজীবনে সহায়ক হবে এবং মান সম্পন্ন কাজ করতে পারবে। তিনি শিক্ষার্থীকে যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। সূত্রটি জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ উপ-প্রকল্প (সিপি-৩৩১৯) এর অধীনে বিভিন্ন বিভাগের ৩০ জন বিদেশী শিক্ষার্থীদের (এম এস ও পিএইচ.ডি) গবেষনার দক্ষতা বৃদ্ধির লক্ষে স্ট্যাটিসটিক্যাল ডাটা অ্যানালাইসিস এবং রিসার্স মেথডোলজি এর উপর প্রশিক্ষন গ্রহন করছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সিটিটিউট (ব্রি), গাজীপুর এর ড. মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপ-প্রল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।  

দিনাজপুরে বিজিবির অভিযানে ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-  দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, থান কাপড় ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিজিবির টহলদল কয়েকজন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৯টি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত পোটলা থেকে প্রায় সাড়ে ২২ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ২ হাজার মিটার থান কাপড়, ৫৬০ পিস ভারতীয় বেনারশী, কাতান ও দেবদাস শাড়ী এবং ৩০৯ বোতল ফেন্সিডিল উদ্দার করে। উদ্ধারকৃত ভারতীয় কাপড়, ট্যাবলেট ও মাদকদ্রব্য বিজিবির হেফাজতে রয়েছে। শনিবার বিকেলে বিজিবির সার্জেন্ট হাবিবুর রহমান বাদী হয়ে বিরামপুর থানায় মাদক ও চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেন।   বিডাব্লিউসিসিআই ও বি-স্কীলফুলের যৌথ উদ্যোগে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডাব্লিউসিসিআই) ও বি-স্কীলফুল যৌথভাবে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লীশ্রী হল রুমে ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন বিডাব্লিউসিসিআই’র সভাপতি জান্নাতুস সাফা শাহীনুর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি-স্কীলফুল প্রজেক্ট’র কো-অর্ডিনেটর সুমন্ত কুমার মহন্ত। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলার বি-স্কীলফুল প্রকল্পের ৩টি টিএসপি’র গ্রাজুয়েটরা। এরা হল- মিনাল টেকনিক্যাল ইন্সটিটিউট, আনোয়ারা ভোকেশনাল ইন্সটিটিউট ও বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর। আজ ৭ মে প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম আয়োজক বি-স্কীলফুল প্রকল্পটিতে সহযোগিতা করছে সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন ও ইউরোপীয় ইউনিয়ন। যা সুইচ কন্ট্যাক্ট দ্বারা বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম ও রাফিকুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat