আমি আশা করি সব রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনে অংশ নেবে : ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক :-
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছেন, ‘আমি আশা করি সব রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনে অংশ নেবে। তাঁরা শিক্ষা নেবে ২০১৪ সালের নির্বাচন থেকে।
আজ সোমবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পিয়েরে মায়াদু এসব কথা বলেন।পিয়েরে মায়াদু বলেন, ‘সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশের সাধারণ মানুষ তাদের মতামত তুলে ধরতে পারবে। আর সেটা যদি করতে না পারে তবে যেকোনো দেশের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মায়াদু বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইইউ তার সংস্কারমূলক নানা কর্মসূচি অব্যাহত রাখবে। আরেক প্রশ্নের জবাবে মায়াদু বলেন, ‘বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।