×
ব্রেকিং নিউজ :
এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে : ওবায়দুল কাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী নাটোরে শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন করা হয়েছে।
রাঙ্গামাটি :  জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে  জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর মো. জামাল উদ্দিন, রাঙ্গামাটি বিআরটিএ কর্মকর্তা মো শফিকুর রহমান প্রমুখ। সভায় পর্যটন শহর  রাঙ্গামাটির সড়ক ব্যবস্থা নিশ্চিত ও শহরকে যানজটমুক্ত রাখতে  লাইসেন্স বিহীন যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের  জন্য বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।
চুয়াডাঙ্গা : দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক আতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি  ডা. আওলিয়ার রহমান ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন মুক্তা সভায় বক্তব্য রাখেন। আলোচনাসভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানুষের মধ্যে আছে। সুনাগরিক হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হবে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সড়কে মানুষ পারাপারের জন্য  জেব্রাক্রসিং  তৈরী ও বিলবোর্ড লাগাতে হবে পথচারীদের সচেতনা বৃদ্ধির জন্য। 
শরীয়তপুর : দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর টিটিসি’র অধ্যক্ষ স.ম. জাহাাঙ্গীর হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো. নিজাম হোসেন ও বিআরটিএ শরীয়তপুরের মোটরযান পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ সড়ক পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
জয়পুরহাট : শুক্রবার বেলা ১১ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক ও জনপদ বিভাগ ও বিআরটিএ যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চলনায় অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন।  আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক নাজমুল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনি, মটর মালিক গ্রুপের সদস্য আইয়ুব হোসেন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল বারী প্রমুখ। জেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat