×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করা হচ্ছে : শিল্পমন্ত্রী শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক আগাম নির্বাচনের আগে রাইসি’র স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ মোখবার ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ‘বড় ক্ষতি’ : শি রাইসি’র মৃত্যুতে পাকিস্তানে এক দিনের শোক দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ অন্যদের লাশ উদ্ধার: ইরানী রেডক্রিসেন্ট ইরানের প্রেসিডেন্ট রাইসি’র হেলিকপ্টারের সন্ধান মিলেছে, ‘প্রাণের কোন চিহ্ন নেই’ পাপুয়া নিউ গিনির ‘বিশেষজ্ঞ কোচ’ সিমন্স
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর চালানো হামলায় ইরাক ও সিরিয়ায় ২২৯ বেসামরিক নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর চালানো হামলায় ইরাক ও সিরিয়ায় ২২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যৌথ বাহিনী প্রকাশিত এই প্রতিবেদনের কিছুদিন আগেই মসুলে আরো ১১২ জন বেসামরিক নাগরিকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর জন্য ইরাক সরকার দায়ী করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলাকে।
 
সিএনএন জানায়, মসুলে হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা এই প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে যোগ করলে সংখ্যাটি হঠাৎ করেই অনেক বেড়ে যাবে।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দেয়া প্রতিবেদন অনুসারে ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়া অঞ্চলে চালানো যুদ্ধে ২২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কিন্তু এই প্রতিবেদনে মধ্য মার্চে হওয়া হামলায় নিহতের সংখ্যা যুক্ত করা হয়নি। এ ছাড়াও সিরিয়ায় নিহত ২০ ও ইরাকে নিহত ২৩ জনের কথা এই প্রতিবেদনে উল্লেখ নেই। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই নিহতের সংখ্যা নিয়ে পাওয়া তথ্যের নির্ভরযোগ্য কোন ভিত্তি পাওয়া যায়নি।যৌথ বাহিনী আরো জানায়, তাদের কাছে আসা ১৭টি এমন রিপোর্টের মধ্যে ১২টি রিপোর্ট বাতিল করে দেয়া হয়েছে তথ্যের গ্রহণযোগ্যতা নেই বলে। সিএনএন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat