×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৮-০১-২২
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই দলের কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করেনি : এরশাদ
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুই দলের কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। সবাই আমাদের সাথে অবিচার করেছে। আমার উপরে যে অত্যাচার হয়েছে, পৃথিবীর কোথাও কোনো দেশের রাজনৈতিক নেতা এরকম নির্যাতিত, নিপীড়িত হয়নি। সোমবার জাপার বনানী কার্যালয়ে ১৫ ফেব্রুয়ারি দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে অনেকে সমালোচনা করেন, এতে আমারো খারাপ লাগে। আজ আমরা ঘুরে দাড়িয়েছি। অনেক কষ্ট সহ্য করেছি। আর নয়, সামনে আমাদের সুদিন। দেশের মানুষও পরিবর্তন চায়, জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমিও মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায়।সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তি ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি। রংপুরের নির্বাচনে দেশের মানুষ পরিবর্তনের মেসেজ দিয়েছে। আমাদেরকে আর কেউ ফেলনা মনে করে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা শক্তি অর্জন কর, সাংগঠনিকভাবে শক্তিশালী হও। এরশাদ বলেন, জাতীয় পার্টির ৯ বছরে দেশে কোনো গুম খুন হয়নি, তাই দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের ওই সময়টাতে ফিরে যেতে চায়। জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে।সভায় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি বলেন, জাতীয় পার্টি ছেড়ে অনেক নেতা চলে গেছেন। আবার ফিরে আসতে চান। ফিরে এলে তাদের সুযোগ দেবো। দলকে ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিক শক্তি অর্জন করবো। ভোটের মাধ্যমে মানুষ আমাদের পক্ষে মতামত দেবে। নির্বাচিত হয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ।যৌথসভায় আরো বক্তব্য দেন, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রিন্টু আনোয়ার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কাজী মামুনুর রশীদ, সোমনাথ দে, নাজমা আক্তার, ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat