×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে: নাসিম
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুখোশ পরে কোনো আন্দোলন হয় না। তবে তারা কারা মুখোশ নিয়ে ঢুকে পড়েছে তাদের ইন্ধনতাদের খুঁজে বের করতে হবে। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রাকে থামিয়ে দিতে সহিংসতাকে পছন্দ করি না। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’
সোমবার সচিবালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসিম। কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থী। সর্বশেষ রবিবার তারা কোটা সংস্কারের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায়। সোমবার সকাল থেকেও আন্দোলন অব্যাহত আছে শিক্ষার্থীদের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিষয়ে বা দাবি নিয়ে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। তবে সহিংসতা সমর্থনযোগ্য নয়। এটার নিন্দা জানাই।’ মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা হয়েছে। কী ন্যাক্কারজনক হামলা হয়েছে। এই হামলার নিন্দা জানাই। কারণ ভিসি তো কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তার কিছু করার নেই। তাহলে কেন তার বাসভবনে হামলা।’ ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘যেকোনো আন্দোলন বা দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। অতীতে অনেক আন্দোলন হয়েছে, সমাধানও হয়েছে। কিন্তু ভাঙচুর সমর্থনের যোগ্য নয়।’ ইচ্ছাকৃতভাবে আন্দোলনে সহিংসতা ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি। কোটার পক্ষে মত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোটা অনেক দিন ধরে চলে আসছে। আমাদের দেশেও আছে। পার্শ্ববর্তী দেশেও আছে। মুক্তিযুদ্ধ, নারী, আদিবাসী, প্রতিবন্ধী কোটা সাংবিধানিক।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরিন আখতার, ফজলে হোসেন বাদশা, মীর মোশারফ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat