×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ
নারী এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রোববার উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সালমা-রুমানারা। পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। সোমবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানকে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের সানা মীর ২৩ বলে ২ চারে সর্বোচ্চ ২১* রান করেন। ১৮ রান করেন জাভেরিয়া খান। ১৭* রান করেন নিদা দার। নাহিদা খান করেন ১৩ রান আর অধিনায়ক বিশমাহ মারুফ করেন ১১টি রান। বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ৯৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ রানেই উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। ১২ বল খেলে ৫ রান করে ফিরে যান আয়শা রহমান। ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। এ সময় ফিরে যান ফারজানা হক। তিনি ৮ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শামীমা সুলতানা ও নিগার সুলতানা। তারা দুজন ৩৬ রান তুলে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান। ৬১ রানের মাথায় শামীমা আউট হন। যাওয়ার আগে ৩৩ বলে ৩ চারে ৩১ রান করে যান। এরপর ফাহিমা খাতুনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিগার। চতুর্থ উইকেটে তারা দুজন ৩৫ রান ‍তুলে দলকে জয় উপহার দেন। ফাহিমা ১৯ বলে ১ চারে ২৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩৫ বল খেলে ৩ চারে ৩১ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট ও ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ২৩ রান করে ম্যাচসেরা হন বাংলাদেশের ফাহিমা খাতুন। ৬ জুন তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৭ জুন চতুর্থ ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আর ৯ জুন শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। এবারের এই মহিলা এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat