×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণ বাজার অংশে ভাঙ্গন

 চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা অংশে আবারো মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। শনিবার রাত ৯টার পরে হরিসভা মন্দির কমপ্লেক্স গেইটের সামনে দিয়ে হঠাৎ ভাঙ্গন দেখা দেয়। এতে শহর রক্ষা বাঁধে ৩শ’ মিটার এলাকার মরণ সাহার ও সম্ভু সাহার ২টি বাড়িসসহ ৫টি বসত ঘর মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়।
এ ছাড়াও আশপাশের অনেকটা অংশ জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন রাতের মধ্যই তাদের বসত ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. আশ্রাফ হোসেন জানান, প্রচন্ড স্রোতের কারণে হঠাৎ করে এ ভাঙন দেখা দিয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমানে বালিভর্তি জিও ভ্যাগ মজুদ রয়েছে। শিগ্রই তা ভাঙনস্থানে ফেলা হবে।
এদিকে ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক মানুষের ঘরবাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করেন।
ভাঙ্গনস্থানে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেন ও এসআই জাহাঙ্গীর আলমসহ ফাঁড়ির পুলিশ টহলে রয়েছে। বর্তমানে পুরাণবাজার হরিসভা এলাকার বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এর আগেও কয়েক দফা ভাঙ্গনের শিকার হয় হরিসভা এলাকা। প্রতিবারই পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে কাজ করেছে। আবারও সেখানে ভাঙ্গন শুরু হওয়ায় হরিসভা, মধ্য শ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকা ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat