×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচ  সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে এবার  ডাবল লিডের  লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে কিউইরা। অন্যদিকে, প্রথম ম্যাচের ব্যর্থতাকে ভুলে সিরিজে সমতা আনতে মরিয়া পাকিস্তান। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। হ্যামিল্টনে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। 
অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারায় নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত  ২০ ওভারে ৯ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। 
নিউজিল্যান্ডের দুই ব্যাটার ড্যারিল মিচেল ২৭ বলে ৬১ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৪২ বলে ৫৭ রান করেন। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৬ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের আরেক পেসার আব্বাস আফ্রিদি।  
২২৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১৫ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলো পাকিস্তান। ১৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৯ রান।  ৬ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে ৬৮ রানের দরকার পড়ে পাকিস্তানের। কিন্দু ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে ২১ রানে ৬ উইকেট পতনে ১৮০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে পাকিস্তান। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন বাবর। 
প্রথম ম্যাচে হারের জন্য বোলিংকে কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি তিনি, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারিনি। বিশেষভাবে বোলিং খুবই বাজে হয়েছে। পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর ছেলেরা। সিরিজে সমতা আনতেই আমরা মাঠে নামবো।’
জয় দিয়ে সিরিজ শুরু করায় আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিড লক্ষ্য কিউইদের। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় মিচেল বলেন, ‘প্রথম ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচে ভালো খেলে টানা দ্বিতীয় জয় তুলে নিতে চাই। সিরিজে এগিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
করোনায় আক্রান্ত হবার কারনে প্রথম ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। স্যান্টনারের শারীরিক অবস্থাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে নিউজিল্যান্ড। 
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টিতে এবং পাকিস্তানের জয় ২০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন, এডাম মিলনে ও বেন সিয়ার্স। 
পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, হাসিবুল্লাহ খান, আজম খান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, উসামা মীর ও জামান খান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat