×
ব্রেকিং নিউজ :
জুন নাগাদ উন্নয়ন সহযোগীদের থেকে ৬ শ’ কোটি ডলার প্রত্যাশা : সালেহউদ্দিন বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রুহুল কবির রিজভী পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জিআইজেড প্রতিনিধি দলের সাক্ষাৎ সাবেক মন্ত্রী তাজুলের বিরুদ্ধে ভুমি জবরদখলের অভিযোগ মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মরণসভা ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রোনাল্ডো, মেসি 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় চিন্তার ক্ষেত্রে ভেঙে পড়া সেতুগুলো মেরামত করতে হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২৪৩৫৪৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানির অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় সংগীত শিল্পী র‌্যাপার বাদশাহর প্রেমের সম্পর্ক নিয়ে বহু দিন থেকেই গুঞ্জন চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো চর্চিত এই কাপলের নতুন এক ভিডিও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা গেছে, সম্প্রতি বাদশাহর কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেছেন যেখানে বাদশাহকে জড়িয়ে ধরতে দেখা গেছে হানিয়াকে।
ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশাহ হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশাহ হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’
নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন এ জুটি। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশাহ আসলে হিরো।’ 
এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে র‌্যাপার লিখেছেন, ‘সবাই জানে আসল রকস্টার কে’।
জানা গেছে কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু ভক্তের দাবি এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।
চলতি বছরের মে মাসে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশাহর সঙ্গে তার সম্পর্কের গুজব উড়িয়ে ছিলেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। আমি থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম।
তিনি আরও বলেন, ‘বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি। আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’-

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat