ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের সময় কো-আর্টিস্টের বিরুদ্ধে অভিযোগ করলেন সায়নী গুপ্ত। এই বাঙালি অভিনেত্রীর অভিযোগ, পরিচালক ‘কাট’ বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা।
সায়নী বলেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা খুব সহজ; কারণ, এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নিতে চায়। পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। আমি একই সাথে বিব্রত ও অবাক হয়েছি।
তিনি আরও বলেন, এমন অনেক ক্ষেত্রেই ঘটে, একজন অভিনেতার সুরক্ষার বিষয়টি ভাবা উচিত। সবসময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে এমন না। গল্পের প্রয়োজনে হতেই পারে কিন্তু সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা থাকা উচিত।
সম্প্রতি রোমান্টিক কমেডি সিনেমা 'খোয়াবোঁ কা ঝামেলা'-তে অভিনয় করে আলোচনায় আছেন সায়নী গুপ্ত। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পেয়েছে।