×
ব্রেকিং নিউজ :
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড় নীলফামারীতে হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে অর্থ সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জগদ্ধাত্রী পূজা শুরু নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব শিশুদের স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো জরুরি : পরিবেশ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ২৩৪৩২৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো। 

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ভিনিকে বিশ্রাম দেয়া হয়েছিল। অন্যদিকে এবারের মৌসুমে মাদ্রিদের হয়ে ফর্মহীনতায় ভোগা রডরিগো দল থেকে বাদ পড়েছিলেন। 

স্কোয়াড ঘোষনা করতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘রডরিগো ফিরে এসেছে। বেশ কিছু ম্যাচে সে অনুপস্থিত থাকলেও যখনই তাকে দলে নেয়া হয় সে নিজেকে প্রমানের চেষ্টা করে।’

২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছে নেইমার। থাইয়ের ইনজুরির কারনে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে রয়েছে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার। 

এর আগে গত সপ্তাহে সান্তোস ফরোয়ার্ড নেইমারকে আগামী বছরের বিশ্বকাপ দলে নেবার জন্য আনচেলত্তিকে অনুরোধ জানিয়েছে সেলেসাও সাবেক তারকা রোনাল্ডো। 

রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক এডার মিলিটাও দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। স্ট্রাইকার ইগর জেসুসকে দলে নিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন আনচেলত্তি। বোটফোগো থেকে নটিংহ্যাম ফরেস্টে নাম লিখিয়ে এ পর্যন্ত দুই ম্যাচে মূল একাদশে নেমে চার গোল করেছেন ইগর। 

বেশ কিছু ম্যাচে হতাশাজনক পারফরমেন্স করেও বিশ্বকাপের বাছাইপর্ব সহজেই পার করেছে ব্রাজিল। 

আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের চারদিন পর টোকিতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক : এডারসন, বেনটো, হুগো সুজা ডিফেন্ডার : কার্লোস অগাস্টো, এডার মিলিটাও, কেইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালেস, বেরালডো, ওয়েসলি মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, জোয়েলিনটন, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর জেসুস, লুইস হেনরিক, মাথিয়াস কুনহা, রিচার্লিসন, রডরিগো, ভিনিসিয়াস জুনিয়র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat