×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪৯ বলে অপরাজিত ৭৩ রান করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কের সাথে ৫৬ রানের ইনিংস খেলে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন অভিষেক হওয়া ইশান কিশান। এই জয়ের ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে ভারত।
ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২টি হাফ-সেঞ্চুরি থাকলেও, তা মন ভড়াতে পারেনি কোহলির। অবশেষে টি-টুয়েন্টিতে নিজের সেরা রুপে ফিরলেন কোহলি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি।
ম্যাচ শেষে নিজের দুর্দান্ত ইনিংস নিয়ে কোহলি জানান, আইপিএলে তাঁর সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স ও জীবন সঙ্গীনী আনুষ্কা শর্মার পরামর্শ মেনেই খেলেছেন। তিনি বলেন, ‘ম্যাচের আগেই ডি ভিলিয়ার্সের সাথে আমার কথা হয়েছে। সে আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটাই মেনে খেলেছি। আনুষ্কাও সবসময় আমায় উৎসাহ দেয়। তার পরামর্শও আমার কাজে লেগেছে।’
অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পথে জোড়া মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩ হাজার করলেন তিনি। ৮৭টি টি-টুয়েন্টিতে তার রান এখন ৩০০১। কোহলির পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ভারতের রোহিত শর্মা। গাপটিল ২৮৩৯ ও রোহিতের রান ২৭৭৩। তবে দ্রুত ৩ হাজার রানের রেকর্ড কোহলির দখলেই থাকছে। কারন ৩ হাজার রানের কাছাকাছি থাকা গাপটিল এবং রোহিত ইতোমধ্যে কোহলির চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজার হয়েছে কোহলির। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এই কীর্তি স্পর্শ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজারের বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথের। ১৫,৪৪০ রান নিয়ে শীর্ষে পন্টিং। দ্বিতীয় স্থানে থাকা স্মিথের রান ১৪,৮৭৮। কোহলির রান ১২,০৫৬।
অভিষেক ম্যাচেই ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন কিশান। তাই কিশানের প্রশংসাও করলেন কোহলি, ‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বল কিছুটা ধীরে আসছিল। আমি কিশানের কথা বলবো, সে যেভাবে খেলেছে তাতে কাজটা সহজ হয়ে যায়। আইপিএলে ভাল খেলার কারণেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে কিশান। আমাদের একটা জুটি তৈরি করা দরকার ছিল। সেটা আমরা করতে পেরেছি। আমি মনে করি, এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে কিশান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat