×
ব্রেকিং নিউজ :
যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির শপথ গ্রহণ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস ইউনাইটেডে থাকতে হলে টেন হাগের ২৫ শতাংশ বেতন কাটা যাবে আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি :নোরা ফাতেহি রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতেও দক্ষ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব প্রদানে দেশের নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণের মাধমেই তাদের ডিজিটাল প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’
মন্ত্রী ডিজিটাল প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার রাজধানীতে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঃ যুবদের ভবিষ্যৎ কর্মসংস্থানের অগ্রাধিকার ও জাতীয় বাজেটে বরাদ্দ’ শীর্ষক এক ভার্চ্যূয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদ উল হাসান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, অধ্যাপক লাফিসা জামান ও যুব উদ্যোক্তা স্বর্ণা খাতুন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্ত্রী ডিজিটাল যুগের ধারণা, প্রয়োজন ও প্রস্তুতি কী হওয়া উচিৎ তা বোঝার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এ বিষয়টি বিবেচনায় নিয়ে সামনের দিনগুলোতে সকল প্রকার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে? সে অনুযায়ি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
একই নীতি-কৌশল ও পদ্ধতি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় একথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘অনুকরণ নয় মেধা ও সৃজনশীলতা দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ বানাবো।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat