×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত একদিনে করোনায় ৫ জনের মৃত্য হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০০ জন।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও অপর একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৯০ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এরমধ্যে সিলেট জেলায় ৯৪ ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এনিয়ে সিলেট বিভাগে করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯১ জনে। শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৯ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫৬ জন, সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ ও মৌলভীবাজার জেলার ১ জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৩০, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন, এ নিয়ে বর্তমানে মোট ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেটের ৮৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat