×
ব্রেকিং নিউজ :
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন ঢাকার প্রত্যাখ্যান পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির দেশের উন্নয়নে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লাল শাড়ি, খোলা চুলে শ্রীদেবী সেজেছিলেন শ্রীলেখা মিত্র। তাঁর সেই ভিডিয়ো দেখে হুঁশ হারিয়েছিলেন অনুরাগীরা। মন্তব্য বিভাগে উপচে পড়েছে শুভেচ্ছা আর প্রশংসা। এর পর তাঁর ঠোঁটে জ্বলজ্বল করছে আদরের চিহ্ন! সামাজিক পাতায় ছবি দিয়ে অভিনেত্রী স্বীকার করেছেন, ‘আদরের ঠ্যালায় অস্থির আমি’! সেই শ্রীলেখাই অন্য একটি পোস্টে দেশের স্বাধীনতা নিয়ে সোচ্চার। রাস্তার একটি বিজ্ঞাপন তাঁর ক্ষোভের কারণ।
পরপর দুটো পোস্টের কারণে আপাতত দুটো প্রশ্ন তাঁকে ঘিরে। শ্রীলেখার ঠোঁটের ক্ষত কি শুক্রবার ‘শ্রীদেবী’ সাজার ফলাফল? রসিকতা করতে করতে হঠাৎ কী কারণে তিনি এত ক্ষুব্ধ?
সব রহস্য অভিনেত্রী ফাঁস করেছেন তাঁর সামাজিক পাতায়। প্রথম ছবিতে লিখেছেন, ‘যা ভাবছ তা নয়! আমার ছানাদের আদরের চিহ্ন। নখ বেড়েছে। আর লোকে ভাবছে... হুঁ হুঁ’!


রসিকতার সঙ্গে হেঁয়ালি মিশিয়ে অনুরাগীদের উদ্দেশে কথা ছুড়ে দিয়েছেন এ ভাবেই। শ্রীলেখার বাড়িতে এক পাল সারমেয়ের বাস। অভিনেত্রীর ঠোঁটের ক্ষত যে তাঁদের নখের আঁচড়ে হয়েছে, সেটাই ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে দময়ন্তী সেনকে ডেকেছেন, সারমেয়দের নখ কেটে দিয়ে যাওয়ার জন্য।
তাঁর ছবি এবং মন্তব্য সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন সবাই। এক জন শ্রীলেখাকে পাল্টা রসিকতা ফিরিয়ে দিয়েছেন, ‘ও আমি তো ভাবলাম... যাক সে সব কথা। নখ কাটাতে হবে ছানাদের’। শ্রীলেখাকে সমর্থন জানিয়েছেন আরও এক নেটাগরিকের। তাঁর দাবি, ‘আমাকেও এ রকম আদর করে আর মা ভাবে অন্য কিছু’!


আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন তাঁর ক্ষোভের কারণ। একটি বিজ্ঞাপনে দেশি কুকুরের ছবি দেওয়া হয়েছে। সঙ্গে বক্তব্য, ‘ভারতীয় হতে পেরে গর্ব বোধ করুন। দেশি কুকুরকে বাড়িতে পোষ্য করে নিন’। অনাথ পথপশুদের আশ্রয়ের জন্যই সম্ভবত এই বিজ্ঞাপন। কিন্তু ‘দেশি’ শব্দটায় ভয়ানক আপত্তি অভিনেত্রীর। এই বিজ্ঞাপন আরও এক বার তাঁকে মনে করিয়ে দিয়েছে পরাধীন ভারতের কথা। যখন ইংরেজরা ভারতীয়দের ঘৃণা আর অবজ্ঞা করে ‘নেটিভ’ বা ‘দেশি’ বলত! তাঁর শ্লেষ, ‘নেটিভ’, এই বলে ইংরেজরা আমাদের গাল দিত। আর আমরা দেশি কুত্তাদের’...। চলতি বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি, ‘শুভ ৭৫ তম...কালকের মেনুটা সেট তো’?
স্বাধীনতা দিবসের আগের দিন শ্রীলেখার এই পোস্ট দেশের স্বাধীনতা নিয়ে যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, আদতে ভারত কতটা স্বাধীন? আদৌ স্বাধীন তো? নাকি বারো মাসে তেরো পার্বণেরই অন্যতম একটি দিন হয়ে দাঁড়িয়েছে ১৫ অগস্ট? যে দিন উদযাপিত হয় দেদার খানা-পিনা, নাচা-গানায়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat