- প্রকাশিত : ২০১৯-০৩-০২
- ৪৬৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
৪৮১ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা
স্পোর্ট ডেস্ক:-অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে নিউজিল্যান্ড। এর আগে ২৩৪ রানে প্রথম ইনিংসে অল আউট হয় টাইগাররা। ৪৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান।
আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। আগেরদিন ৯৩ রানে অপরাজিত কেন উইলিয়ামসন এদিন তুলে নিয়েছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। তার সঙ্গে আগেরদিন অপরাজিত থাকা নেইল ওয়েগনার ৪৭ রানে করে ইবাদাত হোসেনের বলে আউট হন। এরপর ব্র্যাডলি-জন ওয়াটলিং করেন ৩১ রান। ৫৩ বলে ৭৬ রান করে উইলিয়ামসনের সঙ্গে অপরাজিত থাকেন কলিন ডি গ্র্যান্ডহোম। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এটি তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৯ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৬০৯ রান ছিল তাদের আগের রেকর্ড।
বল হাতে অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ৪৯ ওভারে ২৪৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া সৌম্য সরকার ২টি আর একটি করে উইকেট পেয়েছেন ইবাদাত হোসেন ও মাহমুদউল্লাহ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..