পুরো তিন দিনও মাঠে গড়ায়নি কলকাতা টেস্ট। মোট চার ইনিংসের একটিতেও দুইশো করতে পারেনি কোনো দল। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের ঘূর্ণিতে ৩০ রানে ম্যাচ হেরেছে স্বাগতিক ভারত। এমন এক ম্যাচের পিচ কিউরেটরকে দায়ী করছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।
তবে এমন পিচই চেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সেইসঙ্গে ম্যাচ হারের দায় ব্যাটারদের দিয়েছেন তিনি।
ম্যাচে শেষে গণমাধ্যমকে গম্ভীর বলেন, ‘আমরা ঠিক এমন পিচই চেয়েছিলাম। কিউরেটর খুবই খুবই সাহায্য করেছেন। আমরা ঠিক যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। ভালো খেলতে না পারলে তো এমনই হবে।’
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়েছে ভারত। এতে ব্যাটারদের ওপর দায় চাপিয়ে গম্ভীর বলেন, ‘প্রথম কথা হলো উইকেটে কোনো দৈত্য-দানো ছিল না। এটা “আনপ্লেয়বল” উইকেট না। টেম্বা বাভুমা, অক্ষর (২৬) রান পেয়েছে। ওয়াশি (ওয়াশিংটন সুন্দর ৩১) রান পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা এমন উইকেট যেখানে দক্ষতা, মানসিক দৃঢ়তা ও ভালো টেম্পারমেন্ট থাকলে এবং দীর্ঘ সময় ব্যাট করতে পারলে রান পাওয়া সম্ভব। আক্রমণাত্মক খেলাটা কঠিন। লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দরের মতো যারা ভালো ডিফেন্স করেছে, রান পেয়েছে। নিখাদ ডিফেন্স থাকলে রান না পাওয়ার কারণ নেই। এমন উইকেটে আমরা এর আগেও খেলেছি।’
এর আগে ইডেন গার্ডেন্সের উইকেটের সমালোচনা করে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেছিলেন, ‘আমরা যদি এ রকম পিচ দিতে থাকি, টেস্ট ক্রিকেটকে মারতে প্রতিপক্ষের দরকার হবে না, আমরাই নিজ হাতে মেরে ফেলবো।’