- প্রকাশিত : ২০১৯-০৩-০৪
- ৪৪২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত
আন্তর্জতিক ডেস্ক:- ইসরাইলি বাহিনী সোমবার দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে তাদের হামলায় এক সৈন্য ও এক সীমান্ত পুলিশ আহত হওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও সেনা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।সেনাবাহিনী জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিন ফিলিস্তিনি ঘাতককে লক্ষ্য করে গুলি চালায়। এদের মধ্যে দু’জন নিহত তৃতীয়জন সামান্য আহত হয়।পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড জানান, দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রামাল্লাহ’র উত্তরপশ্চিমে কাফর নমা গ্রামের উপকণ্ঠের সড়ক হয়ে সৈন্যরা যাওয়ার সময় ঘাতকরা তাদের দিকে ছুটে এসে হামলা চালায়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..