- প্রকাশিত : ২০১৯-০৩-০৪
- ৪৪০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
টেকসই উন্নয়নে ভূ-স্থানিক ডাটার গুরুত্ব অপরিসীম : মোস্তাফা জব্বার
নিউজ ডেস্ক:-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই ভূ-স্থানিক ডাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভূ-স্থানিক ডাটা সংগ্রহ সময় সাপেক্ষ ও ব্যয় সাধ্য। তাই বাস্তবতা বিবেচনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ডাটা প্রোভাইডিং প্রতিষ্ঠানসমূকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে সময় এবং অর্থের অপচয় বন্ধ হবে। প্রযুক্তি আগামী দিনের জন্য শুধু বাংলাদেশের জন্যই নয় সারা দুনিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সার্ভে অভ্ বাংলাদেশ এবং জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত Pilot Project for Designing Ideal National Spatial Data Infrastructure (NSDI) of Bangladesh শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা এবং আইওটিসহ আগামী দিনের প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের টেকসই ও অবকাঠামোগত উন্নয়নে ভূ-স্থানিক ডাটার গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে ভূ-স্থানিক ডাটা প্রস্তুত ও ব্যবহার করছে। এনএসডিআই এর মাধ্যমে সকল ভূ-স্থানিক ডাটা একই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে এবং এতে ডাটার ডুপ্লিকেসি থাকবে না। ভূ-স্থানিক ডাটা ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডাটা ব্যবহার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য উপাত্ত বিনিময় সহজতর হবে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে আন্তর্জাতিক এনএসডিআই সেমিনারে বাংলাদেশে এনএসডিআই এর গুরুত্বের কথা তুলে ধরার পর প্রযুক্তি সংশ্লিষ্টরা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন। এনএসডিআই বাংলাদেশের জন্য এখন আর কোনো স্বপ্ন নয়।প্রতিরক্ষা সচিব মোঃ আক্তার হোসেন, সার্ভেয়ার জেনারেল অভ্ বাংলাদেশ ব্রিগেডিয়ার মুনিরুজ্জামান এবং জাইকার বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতুষী হিরুতা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..