- প্রকাশিত : ২০১৯-০৩-০৬
- ৪৬৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নারীদের ভয়কে জয় করার প্রেরণা যোগাচ্ছেন বাইবানু
আন্তর্জতিক ডেস্ক:- প্রথম মরক্কোর নাগরিক হিসেবে বিশ্বের বিভিন্ন মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গে আরোহণ করতে যাচ্ছেন বুশরা বাইবানু।অসীম সাহসী এই নারী এর মাধ্যমে নতুন প্রজন্মের নারীদেরকে ‘আত্মবিশ্বাসী হতে সাহস যোগাতে’ চান।৪৯ বছর বয়সী বাইবানু বলেন, ‘ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের বলে আপনি সেখানে পৌঁছতে পারবেন।’কয়েক সপ্তাহ আগে তিনি এন্টার্কটিকার মাউন ভিনসনের শীর্ষে আরোহণ করেন।আট বছর চেষ্টা চালিয়ে বাইবানু ৪ হাজার ৮৯৭ মিটার পর্বতটির শীর্ষে আরোহণ করেন।
এই সময়ে বাইবানু বিশ্বের প্রতিটি মহাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গে আহরণের জন্য বিশ্ব ভ্রমণ করেন।তার বাড়ি মরক্কোর রাজধানীর পার্শ্ববর্তী সালেতে।তিনি বলেন, ‘একজন মরোক্কান ও নারী হিসেবে আমি গর্বিত।’শিরোপাগুলো তার বাড়ির বৈঠকখানায় শোভা পাচ্ছে।
ভিনসনের শীর্ষে উঠে বাইবানু তার দেশের পতাকা উত্তলন করেন। তখন সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস ।
১ জানুয়ারি পর্বত জয় করার পর ইউএন উইম্যান মাগরেব টুইটারে জানান, ‘ভিনসন জয় করার পর বাইবানু নারী ও শিশুদের ওপর সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে তার সমর্থন অব্যহত রাখবেন।’মাথায় হিজাব ও কালো রঙের শার্ট পরিহিতা বাইবানু পর্বতকে ‘একটি দারুন বিদ্যালয়’ হিসেবে অভিহিত করেছেন।তিনি বলেন, পর্বতগুলো আমাকে ‘অদম্য সাহস, আশা, অধ্যবসায়, দৃঢ় সংকল্প ও ন¤্রতার’ শিক্ষা দিয়েছে।বাইবানু একজন সরকারি প্রকৌশলী।সাতটি পর্বতশৃঙ্গ আরোহণের খরচ বাবদ তার সাথে ছিল ২০ লাখ দিরহাম ।তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পর্বতারোহণের ব্যাপারে কথা বলেন।তিনি মরক্কোর পর্বত পর্যটন উন্নয়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বিশেষত তুবকাল ন্যাশনাল পার্কের উন্নয়নে ও নিরাপত্তা বাড়াতে কাজ করে যাচ্ছেন।ডিসেম্বর মাসে মরক্কোতে পর্বতারোহণ করতে এসে দুই স্ক্যান্ডিনেভিয়ান নারী খুন হয়।আমার দেশ এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না।এই হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন,আমার দেশ শান্তি ও সহিষ্ণুতার দেশ।খবর বার্তা সংস্থা এএফপি’র
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..