- প্রকাশিত : ২০১৯-০৩-০৬
- ৪১৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরের সব অর্গান কাজ করছে : মাহবুব উল আলম হানিফ
নিউজ ডেস্ক:-‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুত সুস্থ হচ্ছেন। তার সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে অতি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।’ বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব তথ্য জানান।
তিনি বলেন, সকালে মাউন্ট এলিজাবেথে আওয়ামী লীগের সাধারন সম্পাদক এর শারীরিক পরীক্ষা হয়েছে। তাদের ওপেনিয়ন নিয়ে ডা. আবু নাসের রিজভী আমাদের জানিয়েছেন ওবায়দুল কাদেরের সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে অতি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..