×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শপথের সিদ্ধান্তে অটল মনসুর, নিচ্ছেন না মোকাব্বির
নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী মোকাব্বির খান বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। দলের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন বেলে জানিয়েছেন তিনি। তবে একেবারেই যে শপথ নিচ্ছেন না এমনটি বলেননি তিনি। বুধবার গণফোরাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মোকাব্বির খান বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। এছাড়া বিজ্ঞপ্তিতে আর কিছু উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। এরই মধ্যে সুলতান মনসুর ও মোকাব্বিরের শপথ নেওয়ার চিঠি পেয়ে বৃহস্পতিবার দুজনের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছে সংসদ সচিবালয়। তার একদিন আগেই সিদ্ধান্ত বদলানোর কথা জানালেন মোকাব্বির। এদিকে গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মো. মনসুর বলেছেন, তিনি বৃহস্পতিবার শপথ নিতে আগ্রহী। গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। অন্যদিকে সুলতান মোহাম্মদ মনসুর বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat