- প্রকাশিত : ২০১৯-০৩-০৭
- ৪৩২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক প্রতিযোগিতায় প্রথম সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন
নিউজ ডেস্ক:-সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের জিন্দাবাজারে অবস্থিত সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০১৮’ এর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, দেশসেরা এই সাফল্য সিলেট জেলাকে গৌরবান্বিত করেছে। এই অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য তিনি প্রধান শিক্ষিকসহ স্কুলের সহকারী শিক্ষক, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবকগণকে অভিনন্দন জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..