- প্রকাশিত : ২০১৯-০৩-০৮
- ৪২৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল ধরিয়ে দেবেন: মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:- সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের মত নির্বাচিত সবাইকে শপথ নিয়ে সংসদে এসে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভার পর তিনি এই আহ্বান জানান।
নাসিম বলেন, আমরা আশা করব বিএনপিসহ অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছেন, তারা সংসদে আসবেন। এসে সরকারের ভুল ধরিয়ে দেবেন। সরকারের কঠোর সমালোচনা করবেন।
তিনি আরো বলেন, নির্বাচন বর্জন করে গত কয়েক বছরে বিএনপি নির্বাচন ভণ্ডুল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংস করছে।
এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, শুধু প্রেস ব্রিফিং করে, নামকাওয়াস্তে কয়েকটি লোক দেখানো আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার শপথ নিয়ে সংসদে যোগ দেন তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তাকে কে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..