×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্দি নারী বিক্ষোভকারীদের ছেড়ে দেয়ার নির্দেশ সুদানের প্রেসিডেন্টের
নিউজ ডেস্ক:-সুদানি প্রেসিডেন্ট ওমর আল-বশির শুক্রবার ডিসেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে আটক নারী বিক্ষোভকারীদের ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বশির খার্তুমে তার বাসভবনে পূর্বাঞ্চলীয় মানুষের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। বশির বৈঠকে বলেন, ‘আমি সকল নারী বন্দিকে মুক্তি দিতে সালাহ গোশকে নির্দেশ দিয়েছি।’ সালাহ শক্তিশালী ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রধান। সরকারি এই সংস্থাটি বিক্ষোভকারীদের দমনে নেতৃত্ব দেয়। প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া অফিসও নিশ্চিত করে জানিয়েছে যে বশির বিক্ষোভকালে আটক সকল নারীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের দিনেই এই নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা এখনো জানাননি যে, কতজন নারীকে আটক করা হয়েছে। তবে বিরোধীদলীয় কর্মীরা জানান, বিক্ষোভকালে প্রায় ১৫০ নারীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, রুটির দাম তিনগুণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকালে কয়েকশ’ বিক্ষোভকারী, বিরোধীদলীয় নেতা-কর্মী ও সাংবাদিককে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat