×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-১০
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌ-বাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিধান
নিউজ ডেস্ক:-নব-নিযুক্ত নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীকে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপস্থিতিতে এডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত নৌ-বাহিনী প্রধানকে এডমিরাল পদের র‌্যাংক ব্যাজ পরান।’ প্রধানমন্ত্রী র‌্যাংক ব্যাজ পরানোর পর নতুন নৌ-বাহিনী প্রধান হিসাবে এডমিরাল চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন। অপরদিকে নৌ-বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মূখ্য সচিব মো. নজিবর রহমান, প্রতিরক্ষা সচিব আকতার হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে নৌ-বাহিনী প্রধান হিসাবে নিয়োগের আগে চৌধুরী রিয়ার এডমিরাল পদমর্যদায় বাংলাদেশ কোস্ট ট্রাস্টের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। নতুন নৌ-বাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বিগত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া এডমিরাল নিজামউদ্দিন আহমদের স্থলাভিষক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat