×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি প্রধান বিচারপতির আহবান
নিউজ ডেস্ক:-প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন-বেলা দুইটার পর আদালত যদি বন্ধ হয়ে যায় তবে কোনদিনই লাখ লাখ মামলার জটের অবসান হবে না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক একই অনুষ্ঠানে বলেন, আইনী লড়াইয়ের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধান বিচারপতি এবং মন্ত্রী আজ কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন করেন অতিথিরা। এসময় সেখানে দু’টি গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি। পরে তারা আলোচনায় অংশ নেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat