×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে নিহত হলেন যারা
নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন শুক্রবার সকালে সাড়ে ৮টার দিকে জানান, এফ আর টাওয়ারে উদ্ধার তৎপরতা চলছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র‌্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অ্যাপালো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বনানীতে এফআর টাওয়ারের সামনে শুক্রবার সকাল ৮টায় দেখা যায়, পাশ্ববর্তী আহমদ টাওয়ার, এফআর টাওয়ার, আওয়াল সেন্টার, এসুরেনস টাওয়ার এই ৪টি ভবনে সামনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে রেখেছে। জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে। এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকলে সীমানার বাইরে আগুন লাগা এফআর টাওয়ারের ভবনের দিকে উৎসুক জনতা ভিড় বাড়ছে সকাল থেকেই। সকালে সিটি করপোরেশনের কর্মচারীরা দুর্ঘটনা এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে গেছে। এদিকে এ ঘটনায় গুলশান-২ থেকে বনানী মোড় পর্যন্ত যান চলাচল সীমিত করে রেখেছে পুলিশ। দুই লেনের রাস্তার, যেপাশে দুর্ঘটনা ঘটেছে, রাস্তাটি বন্ধ রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat