×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্লোভাকিয়ার ইতিহাসে প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :-স্লোভাকিয়ার ইতিহাসে প্রথমবারের মত প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন একজন নারী প্রার্থী। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও পেশায় আইনজীবী জুজানা কাপুতোভা (৪৫) দেশটির শনিবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন। এর ফলে দেশটি প্রথমবারের মত একজন নারী প্রেসিডেন্ট পেল।

জুজানা দেশটির সরকারের কড়া সমালোচক এবং দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর ছিলেন। এছাড়া তিনি আইনি পেশায় অন্যতম পরিচিত মুখ। নির্বাচনী প্রচারণায় দুর্নীতির বিরুদ্ধে প্রচারণাকে হাতিয়ার হিসেবে বেছে নেন জুজানা।

রাজনীতির মাঠে একেবারে জুজানা একেবারে নবীন হলেও তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সার-এসডি দলের মারোস সেফকোভিচ ছিলেন ঝানু রাজনীতিবিদ। তিনি ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট।

শনিবারের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পান জুজানা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মারোস পেয়েছেন পান ৪২ শতাংশ ভোট।৪৫ বছর বয়সী তালাকপ্রাপ্ত জুজানা কাপুতোভা দুই সন্তানের জননী। লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির একজন সদস্য জুজানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat