×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-০১
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে হামলায় ১০ কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :- নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জামফারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় ১০ কৃষক নিহত হয়েছেন। হামলাকারীরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। চক্রটি অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। রোববার পুলিশ মুখপাত্র মোহাম্মদ শেহু একথা জানান। খবর এএফপি’র।
শেহু জানান, বন্দুকধারীরা শনিবার মোটরসাইকেলে করে এসে শিনকাফি জেলার কাওয়ারে গ্রামের কাছে একটি পেঁয়াজ ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর হামলা চালায়। এতে সেখানে ১০ কৃষক নিহত হন।
তিনি বলেন, ‘আমরা কাওয়ারে ডাকাতদের হামলায় ১০ জনের নিহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
তিনি হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
তবে স্থানীয়রা জানায়, ওই এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat